Dengarkan lagu Pathore Lekha Naam nyanyian Asif dengan lirik

Pathore Lekha Naam

Asif30 Apr 2016

Lirik Pathore Lekha Naam

Pathore Lekha Naam - Asif

Lyrics by:Eithun Babu

Composed by:Eithun Babu

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে

 

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে

 

মুছবে না কোনদিন হৃদয়ে লেখা নাম

 

ভালোবাসি আমি যারে

 

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে

 

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে

 

পাহাড়ের কান্না ঝর্ণা হয়ে

 

সাগরের সাথে মিশে রয়

 

হৃদয়ের কান্না কেউ তো দেখে না

 

হৃদয়ের মাঝে জমে রয়

 

যতনে গড়া মন হারিয়েছে কখন

 

গুপ্তচোরা বালুচরে

 

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে

 

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে

 

আকাশের জমানো কত না কষ্ট

 

বৃষ্টি হয়ে ঝরে মাটিতে

 

অচেনা ঝড় এসে করেছে নষ্ট

 

ভেঙ্গেছে এ মন আঘাতে

 

বিরহের শয্যায় পরে আছি আমি

 

নিঃস্ব হলাম চিরতরে

 

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে

 

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে

 

মুছবে না কোনদিন হৃদয়ে লেখা নাম

 

ভালবাসি আমি যারে

 

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে

 

 

পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে