
Lirik Vul Korona
Vul Korona - Asfi
Lyrics by:Rajesh
Composed by:Rajesh
ভুল কোরো না তুমি ভুল কোরো না
ভুল বুঝে আমায়
মন ভেঙ না তুমি মন ভেঙ্গ না
মিথ্যে সুখের আশায়
নিজেকে সড়িয়ে নিও না
নিঃস্ব করে দিও না
ভুল কোরো না তুমি ভুল কোরো না
ভুল বুঝে আমায়
আপন করে কাছে নিলে
দু'চোখ ভরে স্বপ্ন দিলে
দেখতে যদি হৃদয় চিঁড়ে
তুমি আমার কোথায় ছিলে
আপন করে কাছে নিলে
দু'চোখ ভরে স্বপ্ন দিলে
দেখতে যদি হৃদয় চিঁড়ে
তুমি আমার কোথায় ছিলে
এভাবে করোনা ছলনা
নিঃস্ব করে দিও না
ভুল কোরো না তুমি ভুল কোরো না
ভুল বুঝে আমায়
বুকের মাঝে মাথা গুঁজে
ধরতে তুমি কত বাহানা
কোমল সুরে বলতে আমায়
কভু তুমি ভুলে যাবে না
বুকের মাঝে মাথা গুঁজে
করতে তুমি কত বাহানা
কোমল সুরে বলতে আমায়
কভু তুমি ভুলে যাবে না
মনে কি তোমার পড়ে না
নিঃস্ব করে দিও না
ভুল কোরো না তুমি ভুল কোরো না
ভুল বুঝে আমায়
মন ভেঙ না তুমি মন ভেঙ্গ না
মিথ্যে সুখের আশায়
নিজেকে সড়িয়ে নিও না
নিঃস্ব করে দিও না
ভুল কোরো না তুমি ভুল কোরো না
ভুল বুঝে আমায়