Dengarkan lagu Koto Je Tomake nyanyian Subir Nandi dengan lirik

Koto Je Tomake

Subir Nandi3 Okt 2023

Lirik Koto Je Tomake

Koto Je Tomake - Subir Nandi

Written by:Ali Hossain/Dr. Moniruzzaman

 

কত যে তোমাকে বেসেছি ভালো

 

সে কথা তুমি যদি জানতে

 

কত যে তোমাকে বেসেছি ভালো

 

সে কথা তুমি যদি জানতে

 

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো

 

হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো

 

আমি যে তোমার তুমি মানতে

 

সে কথা তুমি যদি জানতে

 

কত যে তোমাকে বেসেছি ভালো

 

সে কথা তুমি যদি জানতে

 

ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম

যত দেখি তৃষ্ণা মিটে না

যত দেখি তৃষ্ণা মিটে না

 

ভীরু দু'টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে

হাসলেই ঝরে পড়ে জোছনা

হাসলেই ঝরে পড়ে জোছনা

 

আমি এই রূপ দেখে দেখে মরতে পারি

 

তেমনি পারি ওগো বাঁচতে

 

সে কথা তুমি যদি জানতে

 

কত যে তোমাকে বেসেছি ভালো

 

সে কথা তুমি যদি জানতে

 

ওই কালো কেশ তুমি ছড়ালে যখন

মেঘেরাও পেলো যেন লজ্জা

 

মেঘেরাও পেলো যেন লজ্জা

 

আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো

 

ওগো এই রাত কভু যদি শেষ না হত

 

জীবন বেলার শেষ প্রান্তে

 

সে কথা তুমি যদি জানতে

 

কত যে তোমাকে বেসেছি ভালো

 

সে কথা তুমি যদি জানতে

 

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো

 

আমি যে তোমার তুমি মানতে

 

সে কথা তুমি যদি জানতে

 

কত যে তোমাকে বেসেছি ভালো

 

 

সে কথা তুমি যদি জানতে