Listen to Tomake Chuye Dilam Male Version (From "Bastushaap") song with lyrics from Arijit Singh

Tomake Chuye Dilam Male Version (From "Bastushaap")

Arijit Singh4 Oct 2019

Tomake Chuye Dilam Male Version (From "Bastushaap") Lyrics

Tomake Chuye Dilam Male Version (From "Bastushaap") - Arijit Singh

Lyrics by:Srijato

Composed by:Indraadip Dasgupta

 

আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ

 

মন তোমাকে ছুঁয়ে দিলাম

 

নাম বুকের বোতাম হারানো খাম

আজ কেনো যে খুঁজে পেলাম

 

দিন এখনও রঙ্গীন

এই দিন এখনও রঙ্গীন

তাকে আদরে তুলে রাখলাম।

 

আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ

 

মন তোমাকে ছুঁয়ে দিলাম

 

নাম বুকের বোতাম

 

হারানো খাম হুঁ

 

মন রাখা আছে কোন

 

ঈশানকোণে বিষন্নতায়

 

চোখ কাটাকুটি হো

সহজ খেলার সময় কোথায়

 

এই নরম অসুখ

হাওয়ায় হাওয়ায় সেরে যাক

 

ফের সন্ধ্যে নামুক

ব্যাথা তোমায় ছেড়ে যাক

 

চুপ মূহুর্ত চুপ

 

ঠোঁটের তুরুপ

 

এই তোমাকে ছুঁয়ে দিলাম

 

নাম বুকের বোতাম হারানো খাম

আজ কেনো যে খুঁজে পেলাম

 

ঠোঁট লুকিয়েছে চোট

 

যে রাস্তা যায় তোমার মনে

 

চুল বুনেছে আঙ্গুল

 

রাতের পিঠে তারা গোনে।

ও কেউ জানে না দিন

 

ফিরবে কিনা কোনোদিন

 

নীল কুয়াশা ঘর

ভুলে যাওয়াই সমিচীন।

 

চুপ মূহুর্ত চুপ

 

ঠোঁটের তুরুপ

 

এই তোমাকে ছুঁয়ে দিলাম।

 

নাম বুকের বোতাম হারানো খাম

আজ কেনো যে খুঁজে পেলাম।

 

দিন এখনও রঙ্গীন

এই দিন এখনও রঙ্গীন

তাকে আদরে তুলে রাখলাম।

 

ও আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ

মন তোমাকে ছুঁয়ে দিলাম

 

নাম বুকের বোতাম

 

 

হারানো খাম হুঁ