
Pathore Lekha Naam 歌词
Pathore Lekha Naam - Asif
Lyrics by:Eithun Babu
Composed by:Eithun Babu
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
মুছবে না কোনদিন হৃদয়ে লেখা নাম
ভালোবাসি আমি যারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
পাহাড়ের কান্না ঝর্ণা হয়ে
সাগরের সাথে মিশে রয়
হৃদয়ের কান্না কেউ তো দেখে না
হৃদয়ের মাঝে জমে রয়
যতনে গড়া মন হারিয়েছে কখন
গুপ্তচোরা বালুচরে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
আকাশের জমানো কত না কষ্ট
বৃষ্টি হয়ে ঝরে মাটিতে
অচেনা ঝড় এসে করেছে নষ্ট
ভেঙ্গেছে এ মন আঘাতে
বিরহের শয্যায় পরে আছি আমি
নিঃস্ব হলাম চিরতরে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
মুছবে না কোনদিন হৃদয়ে লেখা নাম
ভালবাসি আমি যারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে
পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে