Keno Dubli Na Mon
Simon Thacker’s Svara-Kanti, Simon Thacker, Farida Yesmin, Raju Das Baul16 Jan 2020Keno Dubli Na Mon Lyrics
Keno Dubli Na Mon - Simon Thacker's Svara-Kanti
Lyrics by:Lalon Shah Fakir
Composed by:Lalon Shah Fakir/Simon Thacker
Produced by:Simon Thacker
কেন ডুবলি না মন
মন রে গুরুর চরণে
এসে কাল শমন ঘিরবে কোন দিনে
এসে কাল শমন ঘিরবে কোন দিনে
কেন ডুবলি না মন
মন রে গুরুর চরণে
হায় রে ডুবলি না মন
নিদ্রাবশে নিশি গেল
বৃথা কাজে দিন ফুরালো চেয়ে দেখলিনে
ও মন চেয়ে দেখলিনে
নিদ্রাবশে নিশি গেলো
বৃথা কাজে দিন ফুরালো চেয়ে দেখলিনে
ও মন চেয়ে দেখলিনে
এবার গেলে আর হবে না
এবার গেলে আর হবে না পড়বি কুক্ষণে
পড়বি কুক্ষণে
কেন ডুবলি না মন
মন রে গুরুর চরণে
হায় রে ডুবলি না মন
আমার পুত্র আমার যারা
সঙ্গে কেউ যাবে না তারা যেতে শ্মশানে
ও মন যেতে শ্মশানে
আমার পুত্র আমার যারা
সঙ্গে কেউ যাবেনা তারা যেতে শ্মশানে
ও মন যেতে শ্মশানে
আসতে একা যেতেও একা
আসতে একা যেতেও একা তা কি জানিসনে
তা কি জানিসনে
কেন ডুবলি না মন
মন রে গুরুর চরণে
হায় রে ডুবলি না মন
এখনও তোর আছে সময়
সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে
ও মন যদি লয় মনে
এখনও তোর আছে সময়
সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে
ও মন যদি লয় মনে
সিরাজ সাঁই বলে রে লালন
সিরাজ সাঁই বলে রে লালন ভ্রমে ভুলিসনে
ভ্রমে ভুলিসনে
কেন ডুবলি না মন
মন রে গুরুর চরণে
হায় রে ডুবলি না মন
এসে কাল শমন ঘিরবে কোন দিনে
এসে কাল শমন ঘিরবে কোন দিনে
কেন ডুবলি না মন
মন রে গুরুর চরণে
হায় রে ডুবলি না মন
মন রে গুরুর চরণে
হায় রে ডুবলি না মন
মন রে গুরুর চরণে