Listen to Shobai Chole Jabe song with lyrics from Palak Muchhal

Shobai Chole Jabe

Palak Muchhal, Imran Mahmudul8 Sep 2016

Shobai Chole Jabe Lyrics

Shobai Chole Jabe - Palak Muchhal/Imran Mahmudul

Lyrics by:Zulfiqer Russell

Composed by:Imran Mahmudul

সবাই চলে যাবে একজনই পারবে না

 

একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না

 

সবাই চলে যাবে একজনই পারবে না

একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না

 

মন ভালো নেই জানি মন তবু হারবে না

 

একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না

সবাই চলে যাবে একজনই পারবে না

 

একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না

 

এক জনই কেউ ভালোবেসে যাবে থেকে থেকে দুখ শুধু পাবে

 

করবেনা কেউ হিসেব নিকেশ কারো ধার ধারবে না

 

এক জনেই কেউ ভালোবেসে যাবে থেকে থেকে দুখ শুধু পাব

 

করবেনা কেউ হিসেব নিকেশ কারো ধার ধারবে না

 

মন ভালো নেই জানি মন তবু হারবে না

 

একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না

সবাই চলে যাবে একজনই পারবে না

 

একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না

 

একজনই কেউ হৃদয় বুঝে নেবে

সাগর সেচে মুক্ত এনে দেবে

 

চাইলেই পাবে না চাইলেও নিজের কথা ভাববে না

 

একজনই কেউ হৃদয় বুঝে নেবে

সাগর সেচে মুক্ত এনে দেবে

 

চাইলে পাবে না চাইলেও নিজের কথা ভাববে না

মন ভালো নেই জানি মন তবু হারবে না

 

একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না

সবাই চলে যাবে একজনই পারবে না

 

 

একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না