收聽บี พีระพัฒน์的Tomra Ja Bolo Tai Balo歌詞歌曲

Tomra Ja Bolo Tai Balo

บี พีระพัฒน์2015年9月5日

Tomra Ja Bolo Tai Balo 歌詞

Tomra Ja Bolo Tai Balo - Sahana Bajpaie

তোমরা যা বলো তাই বলো

তোমরা যা বলো তাই বলো

আমার লাগে না মনে

যা বলো তাই বলো

আমার যায় বেলা

 

বয়ে যায় বেলা

আমার যায় বেলা

 

বয়ে যায় বেলা

কেমন বিনা কারণে

তোমরা যা বলো তাই বলো

আমার লাগে না মনে

যা বলো তাই বলো

 

এই পাগল হাওয়া

কী গান গাওয়া

পাগল হাওয়া

কী গান গাওয়া

ছড়িয়ে দিয়ে গেল

আজি সুনীল গগনে

তোমরা যা বলো তাই বলো

আমার লাগে না মনে

যা বলো তাই বলো

 

সে গান আমার লাগল যে গো

লাগল মনে

আমি কিসের মধু

খুঁজে বেড়াই

ভ্রমরগুঞ্জনে

 

সে গান আমার লাগল যে গো

লাগল মনে

আমি কিসের মধু

খুঁজে বেড়াই

ভ্রমরগুঞ্জনে

 

ওই আকাশ ছাওয়া

 

কাহার চাওয়া

আকাশ ছাওয়া

কাহার চাওয়া

এমন ক'রে লাগে

আজি আমার নয়নে

তোমরা যা বলো তাই বলো

আমার লাগে না মনে

যা বলো তাই বলো

 

আমার যায় বেলা

বয়ে যায় বেলা

আমার যায় বেলা

 

বয়ে যায় বেলা

কেমন বিনা কারণে

তোমরা যা বলো তাই বলো

 

তোমরা যা বলো তাই বলো