收聽Balam的Ekaki Mon Aaj Nirobe歌詞歌曲

Ekaki Mon Aaj Nirobe

Balam2018年8月14日

Ekaki Mon Aaj Nirobe 歌詞

Ekaki Mon Aaj Nirobe - Balam

Lyrics by:RR

Composed by:Traditional

একাকী মন আজ নীরবে

বিবাগী তোমার অনুভবে

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝো কিনা

একাকী মন আজ নীরবে

বিবাগী তোমার অনুভবে

 

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝো কিনা

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথা

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

 

দিনের আলো শেষে

 

যখন রাত নামে

তোমাকে খুঁজে পাই

আঁধারের শিরোনামে

 

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথা

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

 

নিথর চোখের কোণে

অথৈ শূন্যতা

ভাবনার বন্দরে

 

চাঁদ জাগে অপূর্ণতা

 

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথা

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

 

একাকী মন আজ নীরবে

বিবাগী তোমার অনুভবে

 

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝো কিনা

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথা

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

 

খেয়ালী তুমি কোথায়