
Ekaki Mon Aaj Nirobe 歌詞
Ekaki Mon Aaj Nirobe - Balam
Lyrics by:RR
Composed by:Traditional
একাকী মন আজ নীরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝো কিনা
একাকী মন আজ নীরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝো কিনা
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথা
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়
দিনের আলো শেষে
যখন রাত নামে
তোমাকে খুঁজে পাই
আঁধারের শিরোনামে
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথা
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়
নিথর চোখের কোণে
অথৈ শূন্যতা
ভাবনার বন্দরে
চাঁদ জাগে অপূর্ণতা
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথা
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়
একাকী মন আজ নীরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝো কিনা
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথা
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়