Gopono Kothati 歌詞
Gopono Kothati - Alka Yagnik
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি
না না না রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি
না না না রবে না গোপনে
গোপন কথাটি
বিভল হাসিতে বাজিল বাঁশিতে
বিভল হাসিতে বাজিল বাঁশিতে
স্ফূরিল অধরে নিভৃত স্বপনে
না না না রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি
মধুপ গুঞ্জরিল
মধুর বেদনায় আলোকপিয়াসি
অশোক মুঞ্জরিল
মধুপ গুঞ্জরিল
মধুর বেদনায় আলোকপিয়াসি
অশোক মুঞ্জরিল
হৃদয়শতদল
করিছে টলমল
অরুণ প্রভাতে করুণ তপনে
না না না রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি
না না না রবে না গোপনে
গোপন কথাটি