收聽Alka Yagnik的Gopono Kothati歌詞歌曲

Gopono Kothati

Alka Yagnik2012年3月22日

Gopono Kothati 歌詞

Gopono Kothati - Alka Yagnik

গোপন কথাটি রবে না গোপনে

 

উঠিল ফুটিয়া নীরব নয়নে

গোপন কথাটি

 

না না না রবে না গোপনে

গোপন কথাটি রবে না গোপনে

উঠিল ফুটিয়া নীরব নয়নে

গোপন কথাটি

না না না রবে না গোপনে

গোপন কথাটি

 

বিভল হাসিতে বাজিল বাঁশিতে

 

বিভল হাসিতে বাজিল বাঁশিতে

 

স্ফূরিল অধরে নিভৃত স্বপনে

 

না না না রবে না গোপনে

গোপন কথাটি রবে না গোপনে

উঠিল ফুটিয়া নীরব নয়নে

 

গোপন কথাটি

 

মধুপ গুঞ্জরিল

 

মধুর বেদনায় আলোকপিয়াসি

অশোক মুঞ্জরিল

 

মধুপ গুঞ্জরিল

 

মধুর বেদনায় আলোকপিয়াসি

অশোক মুঞ্জরিল

 

হৃদয়শতদল

করিছে টলমল

 

অরুণ প্রভাতে করুণ তপনে

 

না না না রবে না গোপনে

গোপন কথাটি রবে না গোপনে

উঠিল ফুটিয়া নীরব নয়নে

গোপন কথাটি

 

না না না রবে না গোপনে

 

গোপন কথাটি