Tomake Chuye Dilam Male Version (From "Bastushaap") 歌詞
Tomake Chuye Dilam Male Version (From "Bastushaap") - Arijit Singh
Written by:Indraadip Dasgupta/Srijato
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম
নাম বুকের বোতাম হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম
দিন এখনও রঙ্গীন
এই দিন এখনও রঙ্গীন
তাকে আদরে তুলে রাখলাম
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম
নাম বুকের বোতাম হারানো খাম
মন রাখা আছে কোন
ঈশানকোণে বিষন্নতায়
চোখ কাটাকুটি হোক
সহজ খেলার সময় কোথায়
এই নরম অসুখ হাওয়ায় হাওয়ায়
সেরে যাক
ফের সন্ধ্যে নামুক
ব্যাথা তোমায় ছেড়ে যাক
চুপ মূহুর্ত চুপ
ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম বুকের বোতাম হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম
ঠোঁট লুকিয়েছে চোখ
যে রাস্তা যায় তোমার মনে
চুল বুনেছে আঙ্গুল
রাতের পিঠে তারা গুনে
কেউ জানে না দিন
ফিরবে কিনা কোনদিন
নীল কুয়াশা ঘর
ভুলে যাওয়াই সমীচীন।।
চুপ মূহুর্ত চুপ
ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম
দিন এখনও রঙ্গীন
এই দিন এখনও রঙ্গীন
তাকে আদরে তুলে রাখলাম
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম
নাম বুকের বোতাম হারানো খাম