收聽Sonu Nigam的Ami Kemon Kore歌詞歌曲

Ami Kemon Kore

Sonu Nigam2019年2月16日

Ami Kemon Kore 歌詞

Ami Kemon Kore - Sonu Nigam

Lyrics by:Liakot Ali Biswas

Composed by:Debendranath Chattopadhyay

আমি কেমন করে নেবো তোমার খবর

তোমার ভালোবাসা তুমি নিজের হাতে দিয়ে গেছ কবর

আমি কেমন করে নেবো তোমার খবর

তোমার ভালোবাসা তুমি নিজের হাতে দিয়ে গেছ কবর

হয়তো তুমি ভুলেই গেছ পুরোনো সব কথা

অনেক রকম আনন্দ আর ছোটখাটো ব্যথা

হয়তো তুমি ভুলেই গেছ পুরোনো সব কথা

অনেক রকম আনন্দ আর ছোটখাটো ব্যথা

এরই মাঝে পেরিয়ে গেছে অনেকটা বছর

অনেকটা বছর

আমি কেমন করে নেবো তোমার খবর

তোমার ভালোবাসা তুমি নিজের হাতে দিয়ে গেছ কবর

কখনো কি ভেবেছিলাম দূরের মানুষ হয়ে

দুঃখের ব্যথা এমনি করেই যাবো বয়ে বয়ে

কখনো কি ভেবেছিলাম দূরের মানুষ হয়ে

দুঃখের ব্যথা এমনি করেই যাবো বয়ে বয়ে

এমনি করে হারিয়ে যাবে স্বপ্নেরই বাসর

স্বপ্নেরই বাসর

আমি কেমন করে নেবো তোমার খবর

তোমার ভালোবাসা তুমি নিজের হাতে দিয়ে গেছ কবর

আমি কেমন করে নেবো তোমার খবর

 

তোমার ভালোবাসা তুমি নিজের হাতে দিয়ে গেছ কবর