收聽Asfi的Vul Korona歌詞歌曲

Vul Korona

Asfi2016年8月23日

Vul Korona 歌詞

Vul Korona - Asfi

Lyrics by:Rajesh

Composed by:Rajesh

ভুল কোরো না তুমি ভুল কোরো না

ভুল বুঝে আমায়

মন ভেঙ না তুমি মন ভেঙ্গ না

মিথ্যে সুখের আশায়

নিজেকে সড়িয়ে নিও না

নিঃস্ব করে দিও না

ভুল কোরো না তুমি ভুল কোরো না

ভুল বুঝে আমায়

আপন করে কাছে নিলে

দু'চোখ ভরে স্বপ্ন দিলে

দেখতে যদি হৃদয় চিঁড়ে

তুমি আমার কোথায় ছিলে

আপন করে কাছে নিলে

দু'চোখ ভরে স্বপ্ন দিলে

দেখতে যদি হৃদয় চিঁড়ে

তুমি আমার কোথায় ছিলে

এভাবে করোনা ছলনা

নিঃস্ব করে দিও না

ভুল কোরো না তুমি ভুল কোরো না

ভুল বুঝে আমায়

বুকের মাঝে মাথা গুঁজে

ধরতে তুমি কত বাহানা

কোমল সুরে বলতে আমায়

কভু তুমি ভুলে যাবে না

বুকের মাঝে মাথা গুঁজে

করতে তুমি কত বাহানা

কোমল সুরে বলতে আমায়

কভু তুমি ভুলে যাবে না

মনে কি তোমার পড়ে না

নিঃস্ব করে দিও না

ভুল কোরো না তুমি ভুল কোরো না

ভুল বুঝে আমায়

মন ভেঙ না তুমি মন ভেঙ্গ না

মিথ্যে সুখের আশায়

নিজেকে সড়িয়ে নিও না

নিঃস্ব করে দিও না

ভুল কোরো না তুমি ভুল কোরো না

 

ভুল বুঝে আমায়