Listen to Durer Manush Hoye Gele song with lyrics from Monir Khan

Durer Manush Hoye Gele

Monir Khan1 Jul 2017

Durer Manush Hoye Gele Lyrics

Durer Manush Hoye Gele - Monir Khan

Lyrics by:Milton Khandaker

Composed by:Milton Khandaker

তুমি একটি দিনের ব্যবধানে

 

দূরের মানুষ হয়ে গেলে

 

তুমি একটি দিনের ব্যবধানে

 

দূরের মানুষ হয়ে গেলে

 

এমনতো ছিলোনা কথা

 

ভিজিয়ে দুচোখের পাতা

 

এবুকে চিতার আগুন যাবে তুমি জ্বেলে

 

তুমি দূরের মানুষ হয়ে গেলে

 

একটি দিনের ব্যবধানে

 

দূরের মানুষ হয়ে গেলে

 

যে ক্ষতি করেছো আমার হয়না তুল্য

 

চোখের জ্বলে শুধু দিয়ে যাই মূল্য

 

যে ক্ষতি করেছো আমার হয়না তুল্য

 

চোখের জ্বলে শুধু দিয়ে যাই মূল্য

 

একদিন মুখোমুখি জানবো কতটা সুখি

 

কখোনো দেখা যদি মেলে

 

দূরের মানুষ হয়ে গেলে

 

তোমারি বিরহ আগুন এবুকে জ্বলছে

 

তবুও তোমার নাম পোড়া বুক বলছে

 

তোমারি বিরহ আগুন এবুকে জ্বলছে

 

তবুও তোমার নাম পোড়া বুক বলছে

 

ভালো যে বাসিয়ে গেলে

 

শ্রাবনে ভাসিয়ে গেলে

 

বলোনা কি সুখ তুমি পেলে

 

দূরের মানুষ হয়ে গেলে

 

তুমি একটি দিনের ব্যবধানে

 

দূরের মানুষ হয়ে গেলে

 

একটি দিনের ব্যবধানে

 

দূরের মানুষ হয়ে গেলে

 

এমনতো ছিলোনা কথা

 

ভিজিয়ে দুচোখের পাতা

 

এবুকে চিতার আগুন যাবে তুমি জ্বেলে

 

তুমি দূরের মানুষ হয়ে গেলে

 

তুমি একটি দিনের ব্যবধানে

 

 

দূরের মানুষ হয়ে গেলে