Durer Manush Hoye Gele Lyrics
Durer Manush Hoye Gele - Monir Khan
Lyrics by:Milton Khandaker
Composed by:Milton Khandaker
তুমি একটি দিনের ব্যবধানে
দূরের মানুষ হয়ে গেলে
তুমি একটি দিনের ব্যবধানে
দূরের মানুষ হয়ে গেলে
এমনতো ছিলোনা কথা
ভিজিয়ে দুচোখের পাতা
এবুকে চিতার আগুন যাবে তুমি জ্বেলে
তুমি দূরের মানুষ হয়ে গেলে
একটি দিনের ব্যবধানে
দূরের মানুষ হয়ে গেলে
যে ক্ষতি করেছো আমার হয়না তুল্য
চোখের জ্বলে শুধু দিয়ে যাই মূল্য
যে ক্ষতি করেছো আমার হয়না তুল্য
চোখের জ্বলে শুধু দিয়ে যাই মূল্য
একদিন মুখোমুখি জানবো কতটা সুখি
কখোনো দেখা যদি মেলে
দূরের মানুষ হয়ে গেলে
তোমারি বিরহ আগুন এবুকে জ্বলছে
তবুও তোমার নাম পোড়া বুক বলছে
তোমারি বিরহ আগুন এবুকে জ্বলছে
তবুও তোমার নাম পোড়া বুক বলছে
ভালো যে বাসিয়ে গেলে
শ্রাবনে ভাসিয়ে গেলে
বলোনা কি সুখ তুমি পেলে
দূরের মানুষ হয়ে গেলে
তুমি একটি দিনের ব্যবধানে
দূরের মানুষ হয়ে গেলে
একটি দিনের ব্যবধানে
দূরের মানুষ হয়ে গেলে
এমনতো ছিলোনা কথা
ভিজিয়ে দুচোখের পাতা
এবুকে চিতার আগুন যাবে তুমি জ্বেলে
তুমি দূরের মানুষ হয়ে গেলে
তুমি একটি দিনের ব্যবধানে
দূরের মানুষ হয়ে গেলে