O Priyo Ami Tumar Hote Chai Lyrics
O Priyo Ami Tomar Hote Chai - Tasif/Munni
Written by:Shouquat Al
চোখে রাখো চোখ
কিছু কথা হোক
বলবে শুনব আমি
হাতে রাখো হাত
সারা দিন রাত
স্বপ্ন পথে নামি
সুখেরই এ লগনে
তুমি আমি দুজনে
প্রেমেরই পৃথিবী সাজাই
ও প্রিয় আমি তোমার হতে চাই
ও প্রিয় আমি তোমার হতে চাই
চোখে রাখো চোখ
কিছু কথা হোক
বলবে শুনব আমি
হাতে রাখো হাত
সারা দিন রাত
স্বপ্ন পথে নামি
সুখেরই এ লগনে
তুমি আমি দুজনে
প্রেমেরই পৃথিবী সাজাই
ও প্রিয় আমি তোমার হতে চাই
ও প্রিয় আমি তোমার হতে চাই
ঐ ঘুমঘুম
দূর আকাশে
সাদা সাদা মেঘ উড়ে যায়
আজ এই মন
শুধু তোমাকে
আরো কাছে কাছে পেতে চায়
দুজনে এইতো
কোন বাঁধা নেইতো
এসো তবে গল্পে হারাই
ও প্রিয় আমি তোমার হতে চাই
ও প্রিয় আমি তোমার হতে চাই
গুনগুন সুর
মনেরি ভিতর
লাগে লাগে কি যে অনুভব
যেখানে তাকাই
সেখানে তুমি
আশা ভালবাসা তুমি সব
তোমারি থাকব
এই কথা রাখব
এসো তবে দু পা বাড়াই
ও প্রিয় আমি তোমার হতে চাই
ও প্রিয় আমি তোমার হতে চাই
চোখে রাখো চোখ
কিছু কথা হোক
বলবে শুনব আমি
হাতে রাখো হাত
সারা দিন রাত
স্বপ্ন পথে নামি
সুখেরই এ লগনে
তুমি আমি দুজনে
প্রেমেরই পৃথিবী সাজাই
ও প্রিয় আমি তোমার হতে চাই
ও প্রিয় আমি তোমার হতে চাই