Listen to O Priyo Ami Tumar Hote Chai song with lyrics from Tasif

O Priyo Ami Tumar Hote Chai

Tasif, Munni10 Sep 2013

O Priyo Ami Tumar Hote Chai Lyrics

O Priyo Ami Tomar Hote Chai - Tasif/Munni

Written by:Shouquat Al

চোখে রাখো চোখ

কিছু কথা হোক

বলবে শুনব আমি

হাতে রাখো হাত

সারা দিন রাত

স্বপ্ন পথে নামি

সুখেরই এ লগনে

তুমি আমি দুজনে

প্রেমেরই পৃথিবী সাজাই

ও প্রিয় আমি তোমার হতে চাই

ও প্রিয় আমি তোমার হতে চাই

চোখে রাখো চোখ

কিছু কথা হোক

বলবে শুনব আমি

হাতে রাখো হাত

সারা দিন রাত

স্বপ্ন পথে নামি

সুখেরই এ লগনে

তুমি আমি দুজনে

প্রেমেরই পৃথিবী সাজাই

ও প্রিয় আমি তোমার হতে চাই

ও প্রিয় আমি তোমার হতে চাই

ঐ ঘুমঘুম

দূর আকাশে

সাদা সাদা মেঘ উড়ে যায়

আজ এই মন

শুধু তোমাকে

আরো কাছে কাছে পেতে চায়

দুজনে এইতো

কোন বাঁধা নেইতো

এসো তবে গল্পে হারাই

ও প্রিয় আমি তোমার হতে চাই

ও প্রিয় আমি তোমার হতে চাই

গুনগুন সুর

মনেরি ভিতর

লাগে লাগে কি যে অনুভব

যেখানে তাকাই

সেখানে তুমি

আশা ভালবাসা তুমি সব

তোমারি থাকব

এই কথা রাখব

এসো তবে দু পা বাড়াই

ও প্রিয় আমি তোমার হতে চাই

ও প্রিয় আমি তোমার হতে চাই

চোখে রাখো চোখ

কিছু কথা হোক

বলবে শুনব আমি

হাতে রাখো হাত

সারা দিন রাত

স্বপ্ন পথে নামি

সুখেরই এ লগনে

তুমি আমি দুজনে

প্রেমেরই পৃথিবী সাজাই

ও প্রিয় আমি তোমার হতে চাই

 

ও প্রিয় আমি তোমার হতে চাই

Popular Songs