Listen to Ekaki Mon Aaj Nirobe song with lyrics from Balam

Ekaki Mon Aaj Nirobe

Balam14 Aug 2018

Ekaki Mon Aaj Nirobe Lyrics

Ekaki Mon Aaj Nirobe - Balam

Lyrics by:RR

Composed by:Traditional

একাকী মন আজ নীরবে

বিবাগী তোমার অনুভবে

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝো কিনা

একাকী মন আজ নীরবে

বিবাগী তোমার অনুভবে

 

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝো কিনা

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথা

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

 

দিনের আলো শেষে

 

যখন রাত নামে

তোমাকে খুঁজে পাই

আঁধারের শিরোনামে

 

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথা

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

 

নিথর চোখের কোণে

অথৈ শূন্যতা

ভাবনার বন্দরে

 

চাঁদ জাগে অপূর্ণতা

 

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথা

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

 

একাকী মন আজ নীরবে

বিবাগী তোমার অনুভবে

 

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝো কিনা

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথা

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

 

খেয়ালী তুমি কোথায়

Comments for Ekaki Mon Aaj Nirobe (1)

Md Moshiur Rahman
Md Moshiur Rahman

I love this song